Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে আসতে চান মিস ওয়ার্ল্ড ভেনেসা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৮:০৬ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৮:০৬ PM

bdmorning Image Preview


‘মিস ওয়ার্ল্ড ২০১৮’ ভেনেসা পন্সে দে লিওনের সাথে জান্নাতুল ফেরদৌস ঐশীর পরিচয় হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে। আর সেখান থেকেই আস্তে আস্তে তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়। এবার সেই সম্পর্ককে আরও শক্ত করতে গত সোমবার (১০ ডিসেম্বর) ঐশীর ফেসবুক ভিডিওতে লিওন বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন।

গত ৮ ডিসেম্বর চীনের সানাই শহরে আয়োজিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে লিওনের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ওয়ার্ল্ড মানুশী চিল্লার। গ্র্যান্ড ফিনালের শেষে এক নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করেন ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ এবং সেই অনুষ্ঠানে লিওনের সাথে একটি ভিডিও ধারণ করেন ঐশী। সেই ভিডিওতে ঐশীর প্রশংসা করে লিওন বলেন, ‘ঐশী খুবই পরিশ্রমী। তাকে নিয়ে বাংলাদেশের মানুষের গর্ব করা উচিত।’

এরপর লিওনের প্রশংসা করে ঐশী বলেন, ‘মিস ওয়াল্ড কর্তৃপক্ষ কখনও সেরা প্রতিযোগীকে বেছে নিতে ভুল করে না এটিই হচ্ছে তার প্রমাণ। লিওন সত্যি খুব সুন্দর হৃদয়ের একজন মানুষ।’   

 

 

Bootstrap Image Preview