Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে মাদক সেবনের দায়ের ২ জনের কারাদণ্ড

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৫ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক অভিযানে ২ ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত আটককৃত মাদকসেবীদের কারাদণ্ড প্রদান করেন।

বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে ও সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ একদল সিপাহী সন্ধ্যায় গোপায়া বাজারের এক চা স্টল থেকে এবং বিকালে বাহুবল উপজেলার নন্দনপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

মাদক নিয়ন্ত্রণ সূত্রে জানা যায়, অভিযানকালে গোপায়া বাজারের ব্রীজের নিকট একটি চা-স্টল থেকে রাজা মিয়াকে (৩০) এবং বাহুবল উপজেলার নন্দনপুর বাজারের একটি চা স্টল থেকে মোঃ সাদ্দত আলীকে উল্লিখিত এলাকা থেকে গাঁজা সেবনের অভিযোগে গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিসেট্রট জান্নাত আরা লিসা এর আদালতে বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের মৃত কুদরত আলীর পুত্র মোঃ সাদ্দত আলীকে হাজির করা হলে বিজ্ঞ আদালত সাদ্দত আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অপর আসামিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিসেট্রট রুমানা শারমিন বিথি এর আদালতে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রাঙ্গেরগাও গ্রামের সুন্দর আলীর পুত্র রাজা মিয়াকে হাজির করলে বিজ্ঞ আদালত আটককৃত আসামীকে মাদক সেবনের অভিযোগে ৭ দিনের বিশ্রাম কারাদণ্ড প্রদান করেন।

Bootstrap Image Preview