Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজ যেসব স্থানে পথসভা করবেন শেখ হাসিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪৩ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৪ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করার পর গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকার পথে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় টুঙ্গীপাড়া থেকে ঢাকার পথে রওনা হয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও তার সঙ্গে রয়েছেন। ঢাকায় ফেরার সাতটি স্থানে পথসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

আজ যেসব স্থানে পথসভায় যোগ দেবেন:

ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ ও সাভার বাসস্ট্যান্ড।

রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে সকালে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

এর আগে বুধবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে রওনা হয় দুপুরে টুঙ্গীপাড়ায় পৌঁছান শেখ হাসিনা। প্রথমেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পরিবার ও দলের নেতাদের সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত ও দোয়ায় শামিল হন।

বিকালে কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজমাঠে নিজের প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শেখ হাসিনা। সেখানে তিনি স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, অগ্নিসংযোগকারী ও তাদের দোসরদের ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান ভোটারদের কাছে।

দেশকে ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।

Bootstrap Image Preview