Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিবাহবার্ষিকীতে শিশিরকে সাকিবের বিএমডব্লিউ উপহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:৩১ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:৩১ PM

bdmorning Image Preview


ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালের ১২ ডিসেম্বর প্রণয়বন্ধনে আবদ্ধ হোন সাকিব ও শিশির। তারপর থেকেই যোগ্য সঙ্গিনীর মতো সাকিবের সঙ্গে ছয়টি বছর পাড়ি দিয়েছেন শিশির। তাদের বিয়ের সেই ম্যাজিক্যাল তারিখের (১২-১২-১২) ৬ বছর পূর্তি ছিল গতকাল বুধবার। বিবাহবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা-বৃষ্টিতে সিক্ত হচ্ছিলেন শিশির। তবে সবচেয়ে আকর্ষণীয় ও অবাক করা উপহারটি পেয়েছেন স্বামীর কাছ থেকেই।

সাদা রঙের সেই গাড়ির সামনের দিক সজ্জিত ছিল লাল রঙের কৃত্রিম ফুলে। একে ‘চেরি ফল’আখ্যা দিয়ে শিশির তার ফেসবুক ওয়ালে গাড়ির ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিবাহবার্ষিকীর সেরা উপহারটির উপর চেরি, সাকিব আল হাসানের তরফ থেকে।’ বুধবার সন্ধ্যায় শিশিরের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া সেই পোস্টে ইতিমধ্যে ১৮ হাজারেরও বেশি অনুভূতি ও প্রতিক্রিয়া জমা পড়েছে, যুক্ত হয়েছে ৮০০ টিরও বেশি মন্তব্য এবং পোস্টটি শেয়ার হয়েছে ৭৬৩ বার।

Bootstrap Image Preview