Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যৌন হেনস্তার অভিযোগে নিষিদ্ধ হলেন সাজিদ খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৪ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


বর্তমানে বলিউড বেশ সোচ্চার ‘হ্যাশ ট্যাগ মিটু’ আন্দোলন নিয়ে। চলমান এই আন্দোলনের ফলে ফের উঠে এসেছে নতুন এক অভিযুক্তের নাম। আর তিনি হলেন বলিউড পরিচালক সাজিদ খান। যৌন হেনস্তার দায়ে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (আইএফটিডিএ)।

এ বিষয়ে আইএফটিডিএ এর পক্ষ থেকে বলা হয়েছে, আমরা অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট, সাংবাদিক কারিশমা উপাধ্যায়, অভিনেত্রী সিমরান সুরি ও অভিনেত্রী সালোনি চোপড়ার যৌন হেনস্তার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়েছি। আর বর্তমানে আমরা একটি কমিটি গঠন করে কর্মক্ষেত্রে নারীদের হেনস্তার যে আইন রয়েছে সেই অনুযায়ী তদন্ত করেছি এবং তদন্ত শেষে দেখা গেছে তার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ সত্য। আর সে কারণেই তাকে নিষিদ্ধ করেছে (আইএফটিডিএ)।

 

Bootstrap Image Preview