Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘হটেস্ট ভেজিটারিয়ান’ অ্যাখ্যা পেলেন আনুশকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৫০ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৭:৫০ PM

bdmorning Image Preview


মাংসাহারী থেকে সম্পূর্ণ নিরামিষভোজী হয়ে সম্প্রতি সম্মাননা পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। প্রাণীদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিম্যাল (পিইটিএ) তাকে ভারতের ‘হটেস্ট ভেজিটারিয়ান’ হিসেবে এই অ্যাখ্যা দিয়েছে।

তবে এ ক্ষেত্রে এটাই তার প্রথম সম্মাননা নয়। এর আগে ২০১৫ ও ২০১৭ সালে তিনি সালেও পিইটিএর ‘পারসন অব দ্য ইয়ার’ও হয়েছিলেন।

আনুশকা বলেন, ‘মাংসাহারী থেকে নিরামিষভোজী হবার পর তার জীবনের অনেক কিছুই বদলে গেছে। এই সিদ্ধান্ত নেওয়াটা ছিল আমার জীবনের একটি সেরা সিদ্ধান্ত। এখন আমি অনেক বেশি প্রাণশক্তি পাই এবং তাতে করে স্বাস্থ্যটাও বেশ ভালো আছে। এছাড়া আমি এই ভেবে অনেক বেশি খুশি যে, অন্তত আমার জন্য কোন প্রাণীকে আর প্রাণ হারাতে হচ্ছে না।’

 

 

 

Bootstrap Image Preview