Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:৫৭ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:৫৭ AM

bdmorning Image Preview


ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজটির নিজ ক্যাম্পাসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সম্পাদক পদে কলেজটির ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রাশেদ করিম, যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক (মহিলা) নির্বাচিত হয় অর্থনীতি বিভাগের প্রভাষক শিরিন সুলতানা, কোষাধ্যক্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ কামরুল হাসান।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কলেজের অর্থনীতি  বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী গোলাম মোস্তফা, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক চঞ্চল কুমার দাস ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ঈশিতা নাসরিন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা চঞ্চল কুমার দাস বলেন , কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকেই শিক্ষকরা তাদের পছন্দের প্রার্থীদের আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ভোট প্রদান করে।

Bootstrap Image Preview