এক বছরে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুইটি সিরিজ জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ২৩ ওভারে ৩ উইকেট ৯৭ রান।
মিরাজের পর উইকেট ভাঙলেন সাইফউদ্দিনঃ বড় কোন জুটি বাঁধার আগে দুই উইকেট হারিয়ে একটু ভাপে পড়ে যায় ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। কিন্তু উইকেটে থাকা হোপ সেই চাপ কাটিয়ে স্যামুয়েলসকে নিয়ে আবারো জুটি গড়ার চেষ্টা করেন। দুই ব্যাটসম্যান মিলে ৪১ রানের জুটি গড়েন। এরপর ২২ ওভারের শেষের দিকে সাইফউদ্দিন স্যাময়েলসের উইকেট উড়িয়ে দিন।ভেঙে যায় তাদের সেই জুটি। এই সময় উইন্ডিজের উইকেট ছিলো ২২ ওভার ২ বলে ৩ উইকেটে ৯৬ রান।
ব্রাভোর উইকেট ভাঙলেন মিরাজঃ প্রথম উইকেট হারানোর পর গত ম্যাচের হিরোপ হোপ আবারো বড় জুড়ি গড়ার লক্ষে ব্রাভোকে নিয়ে এগিয়ে যেতে থাকেন। কিন্তু তাদের সেই জুটি বেশি দীর্ঘ হতে দেননি ঘূর্ণি মিরাজ। খেলার ১৩ ওভার ৪ বলের মাথায় ব্রাভোকে বোল্ড আউট করে পাঠিয়ে দেন সাজ ঘরে। এই সময় উইন্ডিজের উইকেট ছিলো ২ উইকেটে ৫৭ রান ১৩ ওভার ৪ বলে।
মিরাজের আঘাতঃ সিরিজ জয়ের এই ম্যাচে ক্যাপ্টেন ম্যাশ একটু ভিন্ন ভাবে বোলিং সাজান। একদিক দিয়ে মোস্তাফিজ ও অন্যদিক দিয়ে মিরাজকে। দুই দিক দিয়েই এই দুই বোলার টাইট বল করতে থাকেন। এরপর খেলার ৪ ওভারের মাথায় হেমরাজকে মিরাজ ক্যাচ আউটের ফাঁদে ফেলান। এই সময় ক্যারিবিয়ানদের স্কোর ছিলো ৩.৫ বলে ১৫ রান ১ উইকেট।
টাইগার একাদশে আজ দুটি পরিবর্তন এসেছে। রুবেল হোসেনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ইমরুল কায়েসের পরিবর্তে মোহাম্মদ মিথুন। অন্যদিকে উইন্ডিজ একাদশে কোন পরিবর্তন হয়নি।
টাইগার একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ,সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মোস্তাফিজুর রহমান,মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক)।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃচন্দরপল হেমরাজ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রস্টন চেজ, রোভম্যান পাওয়েল, দেব্রেন্দ্র বিশু, কেমু পল, কেমার রোচ ও ওশানে থমাস।