সবুচ পিচে সকালের আদ্রতা কাজে লাগাতে ব্যর্থ ভারতীয় পেসাররা৷ তবে দিনের প্রথম সেশনের ব্যর্থতা দ্বিতীয় সেশনেই কাটিয়ে ওঠার লক্ষণ দেখাল টিম ইন্ডিয়া৷ মধ্যাহ্ন ভোজের বিরতিতে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৬৬ রান তুলেছিল৷ লাঞ্চের পর অস্ট্রেলিয়ার তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরল ভারত৷ আপাতত প্রথম দিনের চায়ের বিরতিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে৷
চার পেসারের ভারতীয় বোলিং লাইনআপ পারথের তাজা পিচে প্রথম দিনের প্রথম সেশনে উইকেট তুলতে ব্যর্থ৷ দুই অজি ওপেনার মার্কাস হ্যারিস ও অ্যারন ফিঞ্চ ভারতীয় বোলারদের অনায়াসে সামলে দলের জন্য শক্ত ভিত গড়ে দেন৷ প্রথম দিনের লাঞ্চে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৬৬ রান তুলে ফেলে৷
চার পেসারের ভারতীয় বোলিং লাইনআপ পারথের তাজা পিচে প্রথম দিনের প্রথম সেশনে উইকেট তুলতে ব্যর্থ৷ দুই অজি ওপেনার মার্কাস হ্যারিস ও অ্যারন ফিঞ্চ ভারতীয় বোলারদের অনায়াসে সামলে দলের জন্য শক্ত ভিত গড়ে দেন৷ প্রথম দিনের লাঞ্চে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ৬৬ রান তুলে ফেলে৷
মধ্যাহ্নভোজের বিরতিতে ফিঞ্চ ২৮ ও হ্যারিস ৩৬ রানে ব্যাট করছিলেন৷ পরে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন দু’ই ওপেনারই৷ কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা হ্যারিস ৯টি বাউন্ডারির সাহায্যে ৯০ বলে অর্ধশতরান করেন৷ ফিঞ্চ ৬টি বাউন্ডারির সাহায্যে ১০৩ বলে ৫০ রান করেন৷
ওপেনিং জুটিতে একশো রানের গণ্ডি পার করে যখন ম্যাচে জাঁকিয়ে বসতে শুরু করেছে অস্ট্রেলিয়া, ঠিক তখনই ভারতীয় বোলারারা পালটা আঘাত হানে অজি শিবিরে৷ হাফসেঞ্চুরির গণ্ডি ছোঁয়ার পরেই অ্যারন ফিঞ্চকে এলবিডব্লুর ফাঁদে জড়িয়ে সাজঘরে ফেরৎ পাঠান বুমরাহ৷ উসমান খোওয়াজা (৫) উমেশ যাদবের লাফিয়ে ওঠা বলে কাট করতে গিয়ে ঋষভের দস্তানায় ধরা পড়েন৷ ৭০ রানের অনবদ্য ইনিংস খেলা হ্যারিস ভারতের পার্টটাইম স্পিনার হনুমা বিহারীকে উইকেট দিয়ে ক্রিজ ছাড়েন৷চায়ের বিরতিতে শন মার্শ ৮ ও পিটার হ্যান্ডসকম্ব ৪ রানে ব্যাট করছিলেন৷
চা বিরতি ধেতে ফিরে বেশি দূরে যেতে পারেননি হ্যান্ডসকম্ব। ১৬ বল থেকে ৭ রানে হ্যান্ডসকম্বকে ফেরান ইশান্ত শর্মা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে অস্ট্রিলিয়ার সংগ্রহ ৬০ ওভারে ১৭১ রান। ক্রিজে শন মার্শ ১৮ ও হেড ১৩ রানে ব্যাট করছেন।