Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কালিয়াকৈরে নৌকার সমর্থনে বিশাল প্রচারণা মিছিল

এইচ এম সৌরভ, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৮:১১ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৮:১১ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালিয়াকৈরে নৌকার সমর্থনে বিশাল এক প্রচারণা মিছিল বের করে স্থানীয় আওয়ামী লীগ।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকার ঢাকা-টাংঙ্গাইল মহাসড়কে এ প্রচারণা মিছিল করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে গাজীপুর ভূমিহীন জনকল্যাণ সোসাইটি কালিয়াকৈর শাখার উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয়।

কাউন্সিলর পদ-প্রার্থী মোঃ জসিম উদ্দিন আকন্দর সভাপতিত্বে পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড থেকে শুরু করে চন্দ্রা ত্রিমোড় এলাকা প্রদক্ষিণ করে। এরপর আ.লীগ নেতাকর্মীরা ওই এলাকায় নৌকার লিফলেট বিতরণ করে।

পরে গাজীপুর ভূমিহীন জনকল্যাণ সোসাইটি কালিয়াকৈর শাখা অফিসে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসাথে কাজ করে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় আ.লীগ ও যুবলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Bootstrap Image Preview