Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্তে স্বর্ণের বারসহ আটক ২

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:০৬ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:০৬ PM

bdmorning Image Preview


বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৮টি স্বর্ণের বারসহ রনি আক্তার বাবু (৩০) ও এয়াকুব (২৮) নামে দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৪ ডিসেম্বর ) বিকাল ৫ টায় বেনাপোল সীমান্তের রাজাপুর এলাকা থেকে এই স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করে বিজিবি।

আটক রনি আক্তার বেনাপোলের বালুন্ডা গ্রামের আনিসুরের ছেলে ও এয়াকুব শার্শার আমলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে বেনাপোল সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সদস্যরা সীমান্তে নজরদারী বৃদ্ধি করে। এক পর্যায়ে পাচারকারীরা দুটি মোটরসাইকেল চালিয়ে সীমান্ত এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে( ৮ শ গ্রাম ওজনের) ৮ টি  স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 
 

Bootstrap Image Preview