Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২শ, ৫শ ও ১ হাজার রুপির ভারতীয় নোট নিষিদ্ধ করলো নেপাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৯ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৫১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


হিমালয় কন্যা নেপালে ১ হাজার, ৫শ ও ২শ রুপির ভারতীয় নোট নিষিদ্ধ করেছে নেপাল সরকার। 

নতুন এ নিষেধাজ্ঞার ফলে এখন ১ থেকে ১শ রুপির ভারতীয় নোট শুধু নেপালে চালু থাকলো। পর্যটকদের এখন খুচরা টাকা নিয়েই ঢুকতে হবে এভারেস্ট দর্শনে।

ভারতীয় মুদ্রা সঞ্চয় ও ব্যবসায়িক লেনদেনে ব্যাপকভাবে ব্যবহার করে নেপালিরা। 

নেপালের তথ্য ও যোগাযোগ মন্ত্রী গোকুল প্রসাদ বাসকোটা বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ২শ, ৫শ ও ১ হাজার রুপির নোট ব্যবহার ও বহন না করতে। সরকার খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

২০১৬ সালে ১ হাজার ও ৫শ টাকার পুরনো নোট নিষিদ্ধ করে নতুন ছাপায় ভারত। সে সময় ক্ষতিগ্রস্ত হয় নেপাল, ভুটানও। 

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেপালে থাকা সাড়ে ৯শ কোটি টাকা ভারতীয় পুরনো ১ হাজার ও ৫শ টাকার নোট বিনিময়ে ভারতকে চাপ দিয়ে আসছিলেন। সে ঘটনার প্রভাবেই এ সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। 

এ সিদ্ধান্ত ভারতে কর্মরত নেপালি ও নেপালে বেড়াতে আসা ভারতীয় পর্যটকদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। কারণ ভারত নেপালের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার এবং প্রধান পণ্য যোগানদাতা।

Bootstrap Image Preview