Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লেগ সাইডে অতিরিক্ত ফিল্ডার নিয়ে বিপত্তি বাঁধিয়েছিলেন মিরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৫১ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৫১ AM

bdmorning Image Preview


শুক্রবার ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডের শেষটিতে জিতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচে শেষে প্রশ্ন উঠেছে লেগ সাইডে ছয় জয় ফিল্ডার নিয়ে মিরাজের বোলিং করা নিয়ে। কারণ ক্রিকেটের আইন অনুসারে যেটি অবৈধ্য।

গতকাল বোলিংয়ের সময় মাঝে মধ্যেই লেগ সাইডে ৬ জন ফিল্ডার নিয়ে বোলিং করছিলেন মেহেদি হাসান মিরাজ। বিষয়টি ক্রিকেট আইনের পরিপন্থী হলেও এ নিয়ে ম্যাচ পরিচালনায় থাকা আম্পায়ার কোনো অবজেকশন জানাননি।

তবে বিষয়টি সকলের নজরে আসে যখন ক্যারিবিয়ার রোভম্যান পাওয়েল। সে সময় তাদের দ্বাদশ ব্যাক্তি কার্লোস ব্র্যাথওয়েট মাঠে ঢুকে আম্পয়ারের সাথে এ বিষয়ে কথা বলেন; কিন্তু উইন্ডিজ ক্যাপ্টেন তা নিয়ে একটি কথাও বলেননি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই নিয়ে কথা বলেন পাওয়েল। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিংয়ের সময় অফ স্পিনার মিরাজ মাঝে-মধ্যে ছয় জন ফিল্ডার অন সাইডে নিয়ে বোলিং করেছে। যা আইন সন্মতত নয়।’

অধিনায়ক মাশরাফির কাছে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমরা সবাই জানি, অনসাইডে ছয়জন আর অফসাইডে তিনজন ফিল্ডর নিয়ে বল করলে নো বল হয়। ওই সময় যেটা হয়েছিল, আউট করার জন্য, মিরাজ যেভাবে বোলিং করছিল, ফিল্ডিং ক্লোজ করতে করতে ওই সময় ৬ জন অনাসাইডে হয়ে গিয়েছিল। কিন্তু আম্পায়ার যেহেতু আগেই ডিসিশান দিয়েছে, কাজেই সেটাই থেকে গেছে।’

Bootstrap Image Preview