Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ফিরে পেলেন মালিঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:১৩ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:১৩ AM

bdmorning Image Preview


শ্রীলঙ্কা ক্রিকেটে দলের নেতৃত্বে আরো একবার পরিবর্তন আসল। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও একমাত্র টি-২০ ম্যাচে শ্রীলঙ্কা দলের অধিনায়ক করা হয়েছে পেসার লাসিথ মালিঙ্গাকে। তার ডেপুটির দায়িত্ব পালন করবেন নিরোশান ডিকবেলা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত দলে ডাক পেয়েছেন ইংল্যান্ড সিরিজে ফিটনেস সমস্যার কথা বলে বাদ দেওয়া অভিজ্ঞ এ্যাঙ্গেলো ম্যাথুজ। দলে জায়গা পেয়েছেন কুসল মেন্ডিজও। ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠায় দলে পিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান কুসল পেরেরা।

অন্যদিকে ১৭ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ওপেনার সাদিরা সামারাবিক্রমা,উপুল থারাঙ্গা বাঁ-হাতি স্পিনার আমিলা আপনসো।

ওয়ানডে ও টি-২০ দল: লাসিথ মালিঙ্গা(অধিনায়ক), নিরোশান ডিকবেলা, এ্যাঞ্জেলো ম্যাথুজ, দানুসকা গুনাতিলকা, কুসল পেরেরা, দিনেশ চান্ডিমাল, আসেলা গুনারত্নে, কুসল মেন্ডিজ, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, লক্ষন সান্দাকান, সিকুগে প্রসন্ন, দুশমন্ত চামিরা, কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।

Bootstrap Image Preview