Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কারিনার মুখোমুখি দাঁড়িয়ে শহিদের স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৯ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৯ PM

bdmorning Image Preview


বলিউডের জনপ্রিয় দুই তারকা শহিদ কাপুর ও কারিনা কাপুর খানের প্রেমের কথা সকলের জানা। তবে নিয়তির বদৌলতে দুজন ভিন্ন দুটি মানুষের সঙ্গে ঘর বেঁধেছেন।

সে সব প্রেমের মুহূর্ত অতীত হলেও একেবারে মিশে যায়নি। প্রেমের রেশ তো থেকে যায় যুগ যুগ। সম্প্রতি ঈশা আম্বানির বিয়েতে সামনাসামনি হয়েছিলেন শহিদের প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুর এবং বর্তমান স্ত্রী মীরা রাজপুত।

প্রাক্তন, বর্তমান মুখোমুখি হলেও কোন দ্বন্দ্বের সৃষ্টি হয়নি। তারা এঁকে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন, হাসি মুখে একে অপরকে জড়িয়ে ধরেন। তারপর আবার দুজনেই অন্যদিকে চলে যান।

প্রসঙ্গত, গেলো বুধবার ঈশা আম্বানি ও আনন্দ পিরামলের বিয়ের অনুষ্ঠানে প্রথমে এসে পৌঁছান শহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত। ঠিক কয়েক মিনিট পরেই সেখানে পৌঁছান করিনা, সাইফ ও করিশ্মা।

Bootstrap Image Preview