Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৬:০৯ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৬:০৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বগুড়ার নন্দীগ্রামে ৫০ লিটার চোলাই মদসহ ধিরেন চন্দ্র রবি দাস (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ।

এদিকে নন্দীগ্রাম থানা থেকে আজ শনিবার বেলা ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। ধিরেন চন্দ্র রবি দাস উপজেলার সদর ইউনিয়নের হাটলাল পশ্চিম পাড়ার শুকনিগাছা গ্রামের মৃত শ্যাম চরণ রবি দাসের ছেলে।

নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) জিল্লুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তনিি জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের হাটলাল পশ্চিম পাড়ার শুকনিগাছায় অভিযান চালিয়ে ধিরেন চন্দ্র রবি দাসের বাড়ি থেকে ৫০ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।   

Bootstrap Image Preview