চার ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে পার্থে ভালো অবস্থানে আছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৭২ রান তুলেছে ভারত৷ ক্রিজে হাফ-সেঞ্চুরি করে অপরাজিত বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে৷ আপাতত অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৪ রানে পিছিয়ে রয়েছে ভারত।
আজ অস্ট্রেলিয়ার দেওয়া রান তাড়া করতে নেমে ৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ভারত। তবে তৃতীয় উইকেটে সেই ধাক্কা কিছূটা সামাল দেন বিরাট কোহলি ও পূজারা। চা-বিরতির আগে পর্যন্ত তারা আর কোনো উইকেট না হারিয়ে ৭০ রানে পৌঁছে দেয় ভারতকে।
চা বিরতির পর এই জুটিতে ভাঙন ধরে। দলীয় ৮৩ রানে মিচেল স্টাার্কের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পূজারা। ২৪ রান আসে তার ব্যাট থেকে।
চতুর্থ উইকেটে কোহলিকে সঙ্গ দিতে আসেন রাহানে। তাদের দুজনের ধৈর্যশীল ব্যাটিং ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে৷ চতুর্থ উইকেটে অবিভক্ত জুটিতে ৯০ রান যোগ করেছেন কোহলি ও রাহানে৷
শনিবার দ্বিতীয় দিন শেষে টেস্ট কেরিয়ারে ১৭তম হাফ-সেঞ্চুরি করেন রাহানে৷ আর টেস্ট কেরিয়ারে ২৫ নম্বর সে়ঞ্চুরির দিকে এগোচ্ছেন কোহলি৷ রবিবার ভারতীয় অধিনায়ক কোহলি ৮২ রান এবং তাঁর সঙ্গী রাহানে ৫১ রান নিয়ে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করবেন।
অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক দুটি ও হ্যাজেলউড ১টি উইকেট নিয়েছেন।
এর আগে ২৭৭ রানে ৬ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু মাত্র ৪৯ রান তুলতেই তারা সবকটি উইকেট হারিয়ে বসে। তাই তাদের প্রথম ইনিংস শেষ হয় ৩২৬ রানে।