Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টানা দ্বিতীয়বার শিরোপার স্বাদ নিলো শ্রীলঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৩ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৩ AM

bdmorning Image Preview


তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আজ ভারতকে ৩ রানে হারিয়ে এসিসি ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতলো শ্রীলংকা। গেল আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিলো শ্রীলংকা।

কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় শ্রীলংকা। ৫০ ওভারে ৭ উইকেটে ২৭০ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলংকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন কামিন্দু মেন্ডিস। এছাড়া হাসিথা বয়াগোডা ৫৪ রান করেন। শেয়ান জয়সুরিয়া করেন ৪৬ রান।

এছাড়া অন্যদের অন্যান্যদের ছোট ছোট ইনিংসে ভর চ্যালেঞ্জিং স্কোর পেয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের অঙ্কিত রাজপুত বল হাতে ২টি উইকেট নেন।

জবাবে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৭ রান পর্যন্ত যেতে পারে ভারত। ওপেনিং জুটিতে বড় রান না আসার শুরুতেই চাপে পড়ে যায় তারা। জয়ন্ত যাদবের ৭১, শামস মুলানির ৪৬ ও অতিত শেঠের অপরাজিত ২৮ রানে ম্যাচ জয়ের সুযোগ পেয়েছিলো ভারত।

শ্রীলংকার আসলে গুনারত্নে ৩ উইকেট নেন। ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন শ্রীলংকার কামিন্দু মেন্ডিস।

Bootstrap Image Preview