Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নানা কর্মসূচির মধ্য দিয়ে হাতিয়ায় ‘বিজয় দিবস’ উদযাপন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:০৩ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:০৩ AM

bdmorning Image Preview


বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া মহান বিজয় দিবস পালিত হয়েছে।

এছাড়া আজ রবিবার সকালে বিজয়ের ৪৭ বছর পূর্তিতে হাতিয়া  দ্বীপ সরকারি কলেজ শহীদ মিনারে কলেজের অধ্যক্ষ দেবব্রত দাস গুপ্তের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

এদিকে মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ। আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ তোফায়েল হোসেন,  প্রভাষক মোহাম্মদ আবুল বাশার খন্দকার, প্রভাষক আরিফুল ইসলাম প্রমূখ। 

 এসময় বক্তাগণ মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য আহ্বান জানান।      

Bootstrap Image Preview