Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেসি-রোনালদোর উপর ক্ষোভ ঝারলেন মদরিচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:৪৩ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:৪৩ PM

bdmorning Image Preview


চলতি মাসেই রোনালদো-মেসিকে সরিয়ে এক দশক পর ব্যালন ডি'ওর জিতেছেন তৃতীয় একজন ফুটবলার। তিনি লুকা মদরিচ। চলতি বছরের বিশ্বকাপের সেরা ফুটবলার। তবে ব্যালন ডি'ওর অনুষ্ঠানে কিন্তু উপস্থিত ছিলেন না মেসি-রোনালদো কেউই। যার জন্য এই দু'জনকে এক হাত নিলেন ক্রোয়েশিয়ার মদরিচ। তাঁর মতে এই দুই তারকার অনুপস্থিতি শুধু বাকি খেলোয়াড়দের সঙ্গে অন্যায় নয়। এমনকি ফুটবল সমর্থকদের সঙ্গেও অন্যায়।

স্পোর্টসকি নোভোস্টিকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি জানান, "আমি বলতে পারব না কেন কেউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এটা তাঁদের ইচ্ছা। এর মানে দাঁড়ায়, ওরা এই পুরস্কারগুলো পেলে তবেই এগুলোর অস্তিত্ব আছে, নইলে নেই।এটা ঠিক নয়। যারা দশ বছর ধরে আপনাদের সেরা খেলোয়াড় বানাল, সেসব সতীর্থ, খেলোয়াড়, সাংবাদিক, কোচ, ম্যানেজার, ফুটবল-সংশ্লিষ্ট সবার কাছেই ব্যাপারটা (পুরস্কার প্রদান অনুষ্ঠানে না আসা) অবমাননাকর।’

তবে মদরিচ এটাও মনে করেন মানুষ তাই করে থাকে যা সে ভালো বলে মনে করে, ‘আমি আবারও বলছি, আসা-না-আসা সম্পূর্ণ তাদের বিবেচনা, তাদের কাছে হয়তো মনে হয়েছে না আসাটাই যথার্থ।’

Bootstrap Image Preview