Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাকিবের ইনজুরি কতটা?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:৫৮ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:৫৮ PM

bdmorning Image Preview


নিয়ম অনুযায়ী কোন ম্যাচ শুরুর আগে প্রেস কনফারেন্স করে থাকেন  দলের ক্যাপ্টেন। ঠিক সেই নিয়মেই টাইগারদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ স কনফারেন্সে এসেছিলেন উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রর্থওয়েট।কিন্তু টিম টারগারদের বেলায় হলো উল্টোটা। প্রেস কনফারেন্সে এলেন দলের প্রধান কোচ স্টিভ রোর্ডস। কিন্তু কেন?  

এই কারণটা টাইগার ক্রিকেটপ্রেমীদের জন্য বিনা মেঘে বজ্রপাতের মত। কারণ সিলেট স্টেডিয়ামে  সকালে নেটে ব্যাটিং করার সময় পায়ের গোড়ালিতে চোট পান সাকিব আল-হাসান।এরপর সঙ্গে সঙ্গে তাকে নেট থেকে বের করে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সাময়িক ভাবে বরফ দেওয়া হয়। যার জন্য তিনি প্রেস কনফারেন্সে আসতে পারেননি।

সাকিব প্রেস কনফারেন্সে না আসায় পানি আরো ঘোলা হয়ে গিয়েছে। এরপর জানা গেল ব্যাটিং করার সময় তাঁর সামনের পায়ের দ্বিতীয় আঙুলে বল লাগে। আঘাতের মাত্র বেশ ভালোই তাই প্রাথমিক ভাবে বরফ দেওয়া হচ্ছে।চতাকে সার্বক্ষণিক দেখা শুনা করছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। কিন্তু সাকিব জানিয়েছেন খুব ব্যথা খুব একটা সিরিয়াস মনে হচ্ছে না।

Bootstrap Image Preview