Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীত্ব ফিরে পেলেন বিক্রমাসিংহে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৩:০০ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৩:০০ PM

bdmorning Image Preview


শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে ফের দায়িত্ব নিয়েছেন বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

আজ রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা গত অক্টোবরে রনিল বিক্রমাসিংহেকে বহিস্কার করেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী বিক্রামাসিংহেকে বরখাস্ত করার পর রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এরপর থেকেই দেশটিতে প্রধানমন্ত্রীত্ব নিয়ে শুরু হয় নতুন বিতর্ক।

বরখাস্ত হওয়ার পর বিক্রামাসিংহে দাবি করেন, প্রেসিডেন্টের সিদ্ধান্ত অবৈধ। এরপর শ্রীলঙ্কা পার্লামেন্টে অনাস্থা ভোটে দুই তৃতীয়াংশ সংসদ সদস্য রাজাপাকসের বিরুদ্ধে ভোট দেন। তবে প্রেসিডেন্ট সিরিসেনা সেটিকে গ্রহণ না করায় সেই অনাস্থা ভোট টেকেনি।

অবশেষে গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট একটি রায়ে জানায়, পার্লামেন্টের ২২৫ জন সদস্যকে বহিস্কার করা প্রেসিডেন্টের সিদ্ধান্ত অসাংবিধানিক। আর এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন মাহিন্দা রাজাপাকসে। 

Bootstrap Image Preview