Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীকে যৌন হয়রানি: চাকরিচ্যুত শাবি শিক্ষক, ২ বছরের জন্য বহিস্কার ছাত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৬ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


যৌন হয়রানির ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহাকে চাকুরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি ছাত্রীকে দুই বছরের জন্য বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২১১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রীকে যৌন হয়রানির প্রমাণ পাওয়ার পরও ছাত্রীকে বহিস্কার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত একটি বিভাগের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে প্লাবন চন্দ্র সাহার বিরুদ্ধে। প্লাবন সাহা ওই সময় সহকারী প্রক্টরের দায়িত্বে ছিলেন। গত সেপ্টেম্বরে প্লাবন সাহার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রী। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর ২১০তম সিন্ডিকেট সভায় সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় প্লাবন সাহাকে। গতকাল ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়।

Bootstrap Image Preview