Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, আটক ২

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৫ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:০০ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কুয়াকাটয় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

গত বুধবার বিকালে উপজেলার সুবিদখালী থেকে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও মূল হোতা সাইদুর রহমান (১৮) এবং তার সহযোগী খালাতো ভাই মো. সজীবকে (১৮) গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের দায় স্বীকার করেছে বলে পুলিশ জানায়।

আটককৃত দুই হত্যাকারীকে ছিনতাইকৃত মটরসাইকেলসহ শুক্রবার বিকেলে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে মির্জাগঞ্জ থানা পুলিশ।

মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাহ-আলম জানান, ঘুরতে যাওয়ার কথা বলে কুয়াকাটা সৈকতের মাঝি বাড়িরর নির্জন এলাকায় নিয়ে খালাতো ভাই সজীবের সহযোগীতায় ভাড়াটে মটরসাইকেল চালক কাওসারকে (২০) গলাকেটে হত্যা করে মটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে তারা।

গ্রেফতারকৃত সাইদুরের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার ঝাটিবুনিয়া গ্রাম থেকে সজীবকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সুবিদখালী কলেজের পিছন থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। সাইদুর মির্জাগজ্ঞের মালয়েশিয়া প্রবাসী আ. রশিদ মিয়া ও সজীব সৌদি প্রবাসী সাগরদীপের ছেলে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় মহিপুর থানা পুলিশ কুয়াকাটা সৈকতের মাঝিবাড়ী এলাকা থেকে ভাড়ায় চালিত মটরসাইকেল চালক কাওসার (২২) এর গলাকাটা লাশ উদ্ধার করে। নিহত কাওসার মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

মহিপুর থানা অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, নিহতের বাবা মো. ফারুক হাওলাদার বুধবার রাতে অজ্ঞাতনামা উল্লেখ করে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Bootstrap Image Preview