Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার লিড ১৭৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৮ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৮ AM

bdmorning Image Preview


পার্থে টেস্টের তৃতীয় দিন ব্যাট ও বলের রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব৷ বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরি এবং জসপ্রীত বুমরাহের উত্তেজক বোলিং দিয়ে শেষ হল রবিবারের লড়াই৷ দিনের শেষে ১৭৫ রানের লিড অস্ট্রেলিয়া৷ হাতে রয়েছে ৬ উইকেট৷ সেমবার আজ  উসমান খোওয়াজা ৪১ রানে ও ব্যক্তিগত ৮ রানে ক্যাপ্টেন টিম পেইন চতুর্থ দিনের খেলা শুরু কররে।

তবে তার আগে সোমবার সকালের মধ্যে গুটিয়ে ফেলতে হবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস৷ ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহের দুরন্ত বোলিংয়ে তৃতীয় দিনের শেষে চার উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে অস্ট্রেলিয়া৷ প্রথম ইনিংসে ৪৩ রানে এগিয়ে থাকায় অজিবাহিনীর লিড এখন ১৭৫ রানের৷ প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন মার্কাস হ্যারিস, শন মার্শ, পিটার হ্যান্ডকম্বস এবং ট্র্যাভিস হেড৷ আহত ও অবসৃত হয়ে অজি ইনিংসের প্রথম ঘণ্টা ড্রেসিংরুমে ফিরেছেন ওপেনার অ্যারন ফিঞ্চ৷

অস্ট্রেলিয়া ইনিংসে ত্রয়োদশ ওভারে মহম্মদ শামির প্রথম বলেই আঙুলে চোট পেয়ে ব্যক্তিগত ২৫ রানে মাঠ ছাড়তে বাধ্য হন অজি ওপেনার৷ আম্পায়রা চা-বিরতি ঘোষণা করেন৷ ফিঞ্চকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আঙুলে স্ক্যান করা হয়৷ তবে রিপোর্টে আঙুল ভাঙেনি নিয়ে বলে জানা গিয়েছে৷ সোমবার ব্যাট করতে নামতে পারেন ডানহাতি অজি ওপেনার৷ ফিঞ্চ ও খোওয়াজাার উইকেটই ভারতের কাছে গুরুত্বপূর্ণ৷

ইনিংসের শুরুতেই ইশান্ত ও বুমরাহের গতি ও সুইংয়ের সামনে নাস্তানাবুদ হন অজি ওপেনাররা৷ অষ্টম ওভারে বুমরাহের বাউন্সার হ্যারিসের হেলমেটে লাগে৷ দ্রুত মাঠে ডাক্তার এসে অজি ওপেনারের সেন্স চেক-আপ করেন৷ কোনও অসুবিধা না-হওয়ায় নতুন হেলমেট নিয়ে ফেল খেলা শুরু করেন হ্যারিস৷ ব্যক্তিগত ২০ রানে বুমরাহের বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাঁ-হাতি অজি ওপেনার৷ শামির জোড়া শিকার মার্শ (৫) ও হেড (১৯)৷ ব্যক্তিগত ১৩ রানে হ্যান্ডসকম্বকে প্যাভিলিয়নে ফেরান ইশান্ত৷

এদিন লাঞ্চের পরেই ভারতের ইনিংস শেষ করে দেয় অস্ট্রেলিয়া৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে নাথান লায়নের লেগ-স্পিনে ২৮৩ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস৷ ৬৭ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন অজি লেগ-স্পিনার৷ বিরাটের দুরন্ত সেঞ্চুরি ও অজিঙ্ক রাহানের হাফ-সেঞ্চুরি ছাড়া কেউ বড রান পাননি৷ টেস্ট কেরিয়ারে এদিন ২৫ তম সে়ঞ্চুরির পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৬টি টেস্ট সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছেন কোহলি৷

ভারতের শুরুটা এদিন মোটেই ভালো হয়নি৷ প্রথম ওভারেই লায়নের চতুর্থ ডেলিভারিতেই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন অজিঙ্ক রাহানে৷ আগের দিনের স্কোরে অর্থাৎ ব্যক্তিগত ৫১ রানে আউট হন রাহান৷ তার পর হনুমা বিহারী পঞ্চম উইকেটে বিরাটর সঙ্গে ৫০ রান পার্টনাশিপ গড়লেও ব্যক্তিগত ২০ রানে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান তিনিও৷ বিরাটের অধিনাকোচিত ইনিংস থামে ১২৩ রানে৷ প্যাট কামিন্সের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে আউট হন কোহলি৷ তার পর পন্ত আক্রমণাত্মক ইনিংস খেললেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি৷ ৫০ বলে দু’টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে লায়নের শিকার হন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান৷ লাঞ্চের পর দ্রুত ইশান্ত শর্মা, পন্ত ও বুমরাহকে তুলে নিয়ে ভারতীয় ইনিংসের লেজ ছেঁটে ফেলেন লায়ন৷

Bootstrap Image Preview