Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হেলিকপ্টার দুর্ঘটনায় ডাক্তারসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:০২ AM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:০২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পর্তুগালের পোর্তোর শহরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন আরোহী নিহত হয়েছেন।

গতকাল রবিবার দেশটির পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিপি জানায়, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দুজন চালক, একজন নার্স ও একজন ডাক্তার প্রাণ হারিয়েছেন। উদ্ধার অভিযান চলছে, কিন্তু এখনও ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, আইএনইএম এর ওই হেলিকপ্টারটি স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিখোঁজ হয়ে যায়। ৭৬ বছর বয়সী এক হৃদরোগে আক্রান্ত ব্যক্তিতে হাসপাতালে নামিয়ে দিয়ে ফিরছিল হেলিকপ্টারটি।

ভালনাগো ফায়ার স্টেশনের এক মুখপাত্র জানান, হেলিকপ্টারটি খোঁজে ২০০ জন উদ্ধারকারী অংশ নিয়েছেন।

Bootstrap Image Preview