অতি সতর্ক অস্ট্রেলিয়ার নজর ভারতের থেকে নিরাপদ দূরত্ব তৈরি করা৷ পার্থে চতুর্থ দিনের প্রথম সেশনে তেমনই প্রয়াস চোখে পড়ল টিম পেইনদের ব্যাটিংয়ে৷ দিনের প্রথম সেশনে ৩০ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া কোনও উইকেট না হারালেও মোটে ৫৮ রান জুড়তে পেরেছে তাদের দ্বিতীয় ইনিংসে৷
অর্থাৎ গত দিনের ১৩৪ রানের পর থেকে খেলা শুরু করে চতুর্থ দিনের লাঞ্চে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৯০ রানে দাঁড়িয়েছিল৷ প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারতের থেকে অজিরা এখনই এগিয়ে ২৩৩ রানে৷ বাকি ৬ উইকেটে আরও কতরান যোগ করে ভারতের সামনে কতবড় টাগেট ঝুলিয়ে দেয় অস্ট্রেলিয়া, সেটাই এখন দেখার৷
ইতিমধ্যে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন উসমান খোওয়াজা, যিনি তৃতীয় দিনের শেষে ৪১ রানে অপরাজিত ছিলেন৷ অদি দলনায়ক পেইন নিজের ইনিংসকে হাফসেঞ্চুরির কাছাকাছি টেনে নিয়ে গিয়েছেন৷
পিচের ফাটল স্পষ্ট হলেও দুই অজি ব্যাটসম্যান অতি সতর্ক হয়ে মোকাবিলা করেন ভারতীয় বোলারদের৷ হঠাৎ করে লাফিয়ে ওঠা ছাড়াও বল মাঝে মধ্যেই নীচু হয়ে যাচ্ছে৷ তা সত্ত্বেও শামি, ইশান্ত, বুমরাহরা বাইশগজ থেকে কোনও ফায়দা তুলতে পারেনি দিনের প্রথম সেশনে৷
আপাতত উসমান খোওয়াজা ব্যাট করছেন ব্যক্তিগত ৬৭ রানে৷ পেইন নটআউট রয়েছেন ৩৭ রান করে৷