Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিজেপি’র একটাই উদ্দেশ্য, সবাইকে ক্রীতদাস বানিয়ে রাখা: তেজস্বী যাদব

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০১:২৪ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০১:২৪ PM

bdmorning Image Preview


‘২০১৯ সালে ভুল করেও যদি বিজেপির সরকার তৈরি হয় তাহলে ওরা সংবিধানকে শেষ করে দেবে। রামের পরিবর্তে মোদির মন্দির তৈরি করবে।’ শনিবার  টুইটার বার্তায় ভারতের বিহার রাজ্যে বিধানসভার বিরোধীদলীয় নেতা ও আরজেডি এমন মন্তব্য করেছেন।  

তেজস্বী বলেন, বিজেপি’র একটাই উদ্দেশ্য আছে। সামন্ত রাজাদের মত রাজত্ব করো, সবাইকে ক্রীতদাস বানিয়ে রাখো, বিরোধীদের হয়রানি করো এবং আরএসএসের মনুবাদী এজেন্ডা বাস্তবায়ন করো। ২০১৯ সালে ভুল করেও যদি বিজেপি সরকার তৈরি হয় তাহলে ওরা বাবাসাহেবের সংবিধানকে শেষ করে দেবে। রামের পরিবর্তে মোদির মন্দির তৈরি করবে।

তেজস্বী যাদব এর আগেও বিহারের জেডিইউ নেতা ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্র্যান্ড নেতা যোগি আদিত্যনাথের মধ্যে সাক্ষাতকে কেন্দ্র তীব্র সমালোচনা করেছিলেন। সম্প্রতি বিহার সফরে গিয়েছিলেন যোগি আদিত্যনাথ।

এ প্রসঙ্গে তেজস্বী যাদব বলেন, নীতিশজি লাখো চেষ্টা করলেও আমরা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে বিহারে বিষোদ্গার করতে দেবো না এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো না। নীতিশজি ওকে বলে দিন, বিহার গুরু গোবিন্দ সিং, সীতা মাতা, বুদ্ধ ও  মহাবীরের ভূমি। এখানে বিদ্বেষী-গুণ্ডামি চলবে না।’

তেজস্বী যাদব সেময় নীতিশ কুমার ও যোগী আদিত্যনাথকে একদিকে ক্ষমতাসীন চাচা পল্টুরাম ও অন্যদিকে বদলুরাম বলে কটাক্ষ করেন।

Bootstrap Image Preview