সিলেটের মাটিতে দিনের আলোয় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা রাঙাতে পারলো না টাইগাররা। শক্তিশালী ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের সামনে নিমিষেই যেন উড়ে গেল সাকিবরা।
টি-টোয়েন্টি ফর্মেটে টাইগাররা যে দুর্বল সেটা আরো একবার প্রমাণ হলো। উইন্ডিজ খেলোয়াদের সামনে ব্যাটিং ও বোলিংয়ে কিছুই করতে পারলো না মুশফিক ও মোস্তাফিজরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের আলোয় এই ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১২৯ রান করে টাইগাররা। ১৩০ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ১০ ওভার ৫ বলে ৮ হাতে রেখে জয়ের লক্ষে পৌঁছিয়ে যায় তাঁরা। ক্যারিবিয়ানদের হয়ে সব থেকে বেশি রান করেছেন হোপ ৫৫ রান।
এই দিন ব্যাটিংয়ের শুরটা ভালো করতে পারেনি টাইগার দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। শুরুতেই তাদের আউটে দল ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সেই ব্যাটিং বিপর্যয়ের চাপ একমাত্র সাকিব ছাড়া কেউ কাটিয়ে উঠতে পারে না। ব্যাট হাতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান এই বাঁ-হাতি ব্যাটসম্যান।৪৩ বলে ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। আর কোন ব্যাটসম্যনই দুই অঙ্কের ঘর পেরতে পারেনি।
ব্যাটিংয়ে কিছুটা করতে পারলেও টাইগারদের বোলিং দেখে মনে হলো কোন পাড়া মহল্লার খেলা হচ্ছে। সাকিবদের নিয়ে যেন ছিনিমিনি খেললো ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। খেলা শুরু ১২ মিনিটে ৫০ রান ও ৩৭ মিনিটে শত রান পুর্ণ করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। অবশেষে ১০ ওভার ৫ বলে ৮ উইকেটের বিরাজ জয় নিয়ে মাঠ ছাড়ে উইন্ডিজ।
সিরিজের ১-০ এগিয়ে গেল উইন্ডিজ। তবে এখনো টাঈগারদের সামনে সিরিজ জয়ের সুযোগ আছে। দেখা যাক ঢাকায় গিয়ে টাইগারদের ভাগ্য ফেরে কি না।
টাইগারদের একাদশঃ সাকিব আল হাসান(ক্যাপ্টেন), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, আরিফুল হক ও মোহাম্মদ সাইফউদ্দিন, ও আবু হায়দার রনি।
উইন্ডিজ একাদশঃ ইভিইন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো,নিকোলাস পুরন, রভম্যান পাওয়েল, কার্লোস ব্রথওয়েতে (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, কেমো পল,শেলডন কোটরেল, ওশেন থমাস।