Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজ টস ছাড়া সব কিছুই ভুল ছিল: সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৪:২৩ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৪:২৫ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিরুদ্ধে  তিন ম্যাচ সিরিজের প্রথম  টি-টোয়েন্টি ম্যাচে এক প্রকার উড়ে গেল বাংলাদেশ। এমন পরাজয় মেনে নিতে পারছেন না টাইগার টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তাই নিজের চেপে রাখা ক্ষোভটা আর ধরে রাখতে পারলেন না। কারণ দলের হয়ে একাই লড়াই চালিয়েছেন তিনি। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেন, 'আজ টস ছাড়া সব কিছুই ভুল ছিল। আমরা ভালো ব্যাট করিনি, ভালো বল করিনি। আজ কিছুই ঠিক মতো কাজ করেনি। কমপক্ষে ১৭৫ রান করলেও টিকে থাকার লড়াই করা যেতো।'

দলের এমন ব্যাটিং ব্যর্থতা নিয়ে সাকিব বলেন, 'কেনো ভালো ব্যাট করেনি সেটা অন্যদের কাছে জিজ্ঞেস করুন। আমি সবার হয়ে জবাব দিতে পারবো না। আমি শুধু বলতে পারি, এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে।’

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে সাকিবের ব্যাট থেকে। ৪৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। বাকিদের মধ্যে কেবল দুজন পার হতে পেরেছেন ১০এর ঘর।

সিলেটের মাটিতে দিনের আলোয় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা রাঙাতে পারলো না টাইগাররা। ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের সামনে নিমিষেই যেন উড়ে গেল সাকিবরা। টি-টোয়েন্টি ফর্মেটে টাইগাররা যে দুর্বল সেটা আরো একবার প্রমাণ হলো। ক্যারিবিয়ান খেলোয়াদের সামনে ব্যাটিং ও বোলিংয়ে কিছুই করতে পারলো না মুশফিক ও মোস্তাফিজরা।
 
দিনের শুরুতে ব্যাটিংয়ে ব্যর্থ  টাইগার দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। শুরুতেই তাদের উইকেট পতনে দল ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সেই ব্যাটিং বিপর্যয়ের চাপ একমাত্র সাকিব ছাড়া কেউ কাটিয়ে উঠতে  পারে না। ব্যাট হাতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান এই বাঁ-হাতি ব্যাটসম্যান। আর কোন ব্যাটসম্যনই দুই অঙ্কের ঘর পেরতে পারেনি।

এদিকে পুরো সফরের মতোই এ ম্যাচেও রানের বন্যা এসেছে সাইই হোপের ব্যাটিংয়ে । তুলে নেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি। মাত্র ১৬ বলে পান ফিফটির দেখা। পরে ২৩ বলে ৩টি চার ও ৬টি বিশাল ছক্কায় ৫৫ করেন। অন্যদিকে  ব্যাটিংয়ে কিছুটা করতে পারলেও টাইগারদের বোলিং দেখে মনে হলো কোন পাড়া মহল্লার খেলা হচ্ছে। সাকিবদের নিয়ে যেন ছিনিমিনি খেললো ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।  খেলা শুরু ১২ মিনিটে ৫০ রান ও ৩৭ মিনিটে শত রান পুর্ণ করেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। অবশেষে ১০ ওভার ৫ বলে ৮ উইকেটের বিরাজ জয় নিয়ে মাঠ ছাড়ে উইন্ডিজ।

Bootstrap Image Preview