Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৬:২৪ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৬:২৪ PM

bdmorning Image Preview


শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোলে ফোরকান (৪৩) নামে এক ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।

সোমবার (১৭ ডিসেম্বর) সকালে আমড়াখালী বিজিবি চেকপোস্টে ভারত থেকে ঢাকায় যাওয়ার পথে পরিবহন থেকে এ ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে বিজিবি। আটক ফুরকান ঢাকা লালবাগের জিসানের পুত্র।

বিজিবি জানায়, ভারত থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা পরিবহন আমড়াখালী বিজিবি চেকপোস্টে আসার পর চেকিং এর সময় তার কথাবার্তা গতিবিধি বিজিবি সদস্যদের সন্দেহ হলে চ্যালেঞ্জ করে তার কাছ থেকে চট্টগ্রাম কাস্টমস হাউজের ভুয়া আইডি কার্ড, মোবাইল সেট, চাদর ও থ্রিপিস পাওয়া যায়।

আমড়াখালী বিজিবি চেকপোস্টের হাবিলদার সফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আটককৃত ফোরকানকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হবে।

Bootstrap Image Preview