Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমিকের প্রতারণার স্বীকার নেহা কাক্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:১৭ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:১৭ PM

bdmorning Image Preview


ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা হিমাংশ কোহলির সাথে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কারের সম্প্রতি প্রেমের বিচ্ছেদ ঘটলো। আর ভালোবাসার মানুষকে হারিয়ে কাঁদছেন বলিউডের হার্টথ্রুব গায়িকা নেহা।

এই গায়িকা বেশ কিছুদিন আগে তাদের এই প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। আর সেই প্রেম ভেঙ্গে গেল প্রকাশ করার কিছুদিনের মধ্যেই। একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি প্রকাশ করছেন তার মনের কষ্টগুলো। তাদের এই প্রেম বলিউডে বেশ আলোচিত ছিল। অনেকদিন ধরেই তারা একে অপরকে ডেট করতেন। প্রথমদিকে বিষয়টা লুকিয়ে রাখলেও পরে একটি গানের রিয়েলিটি শোতে এসে স্বীকার করেন দু’জনেই।

নেহা মনে করেন যে, প্রেমের এই ব্যাপারটা জনসমক্ষে জানানোর পরেই মানুষের নাকি নজর লেগে গিয়েছে। আর এমনটাই দাবি নেহার। সম্প্রতি ব্রেক আপ হয়েছে তাদের। তবে সেটা কোন মিউচ্যুয়াল ব্রেক আপ নয়। হিমাংশ নাকি প্রতারণা করেই নিজেকে সরিয়ে নিয়েছে সেই সম্পর্ক থেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নেহার একের পর এক স্ট্যাটাসে হিমাংশকেই দোষারোপ করে যাচ্ছেন। তার দাবি, হিমাংশ তার সঙ্গে প্রতারণা করেছেন। অন্যদিকে ব্রেক আপের বিষয় মুখে কুলুপ এঁটেছেন হিমাংশ। তিনি এখনও পর্যন্ত কোনো কথাই বলছেন না। নেহা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘তিনি তার সবটুকু দিয়ে এই সুন্দর সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও মানুষ যে এতটা নির্মম হতে পারে তা তার জানা ছিল না। তিনি এর আগেও অনেক সহ্য করেছেন৷ আর আজও করতে হবে।’

তিনি আরও লিখেছেন, ‘সেলেব্রিটিদের দুটো চেহারা হয়। একটা পেশাগত একটা ব্যক্তিগত। ব্যক্তিগত জীবনে যাই হয়ে যাক না কেন পেশাগত জীবনে ঢুকে পড়লেই মুখে একটা হাসি নিয়ে রাখতে হয়। কিন্তু আমিও তো মানুষ আমারও তো অনুভূতি রয়েছে। তবে আমার কান্না আসলে আমি লুকাতে পারছি না।’

এদিকে জানা যায়, নেহার প্রেমিক হিমাংশ নাকি বর্তমানে শচীন টেন্ডুলকারের মেয়ে সারার প্রেমে মজেছেন এবং বেশ কিছুদিন ধরেই তিনি ডেটিংয়ে যাচ্ছেন সারাকে নিয়ে।

 

Bootstrap Image Preview