Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাঁদছে জামালপুরবাসী, নিথর দেহে ঘুরে আসবেন আমজাদ হোসেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:২৪ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৮:২৪ PM

bdmorning Image Preview


গত শুক্রবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক আমজাদ হোসেন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশ বরেণ্য এই নির্মাতাকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবার। তবে তার আগে নিথর দেহে জন্মস্থান জামালপুরে ঘুরে আসবেন তিনি।

জামালপুরের সাথে আমজাদ হোসেনের নাড়ির টান। সবসময় সেখানকার মানুষের সাথে তার যোগাযোগ ছিলো। জামালপুরের মানুষও তাকে দিয়েছে অকৃত্রিম ভালোবাসা। আর সে কারণেই বোধহয় মৃত্যুর আগে পরিবারকে অনুরোধ করে গিয়েছিলেন, জামালপুরের মাটিতেই যেন তার দাফন হয়। তবে সদ্য প্রয়াত আমজাদ হোসেনের স্ত্রী সুরাইয়া আকতারের ইচ্ছাতেই তাকে বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে।

এ প্রসঙ্গে আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল জানান, ‘আব্বা চেয়েছিলেন তার দাফন জামালপুরে হোক। আমরাও এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আম্মা অনুরোধ করেছেন ঢাকায় যেন আব্বার দাফন হয়। তাই আম্মার ইচ্ছানুযায়ি আব্বাকে ঢাকায় বুদ্ধিজীবী কবরস্থানেই দাফন করা হচ্ছে। তাছাড়া আমরাও ভেবে দেখলাম যেহেতু আব্বা শহীদ বুদ্ধিজীবী দিবসে মারা গেছেন, তাই উনাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন দেয়াই শ্রেয়।’

তিনি আরো জানান, ‘জামালপুরবাসী আব্বাকে শেষ বারের মতো দেখতে চাইছে এবং তারা একবার আব্বার জানাজা পড়তে চাইছে। তাই ব্যাংকক থেকে আব্বার মৃতদেহ নিয়ে আসার পর শহীদ মিনারে সব শ্রেণীর মানুষের শ্রদ্ধা নিবেদন ও ঢাকায় জানাজা শেষে জামালপুর নিয়ে যাবো। সেখানে জানাজা শেষ করে আবার ঢাকায় নিয়ে আসবো। দাফন হবে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানেই।’

Bootstrap Image Preview