Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজপরিবারে বিয়ের পর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মেগানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:২৯ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:২৯ PM

bdmorning Image Preview


বাবা টমাস মার্কেলের (৭৪) সঙ্গে ব্রিটিশ রাজপুত্র হ্যারির সঙ্গে বিয়ের সময় থেকেই দ্বন্দ্ব শুরু হয় মেগানের (৩৭)। এর পর থেকেই বাবার সঙ্গে আর যোগাযোগ রাখেননি মেগান।

ইভনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তার বাবা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, প্রতিদিন তিনি মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। তাকে বার্তা পাঠিয়েছেন। কিন্তু এসবের কোনো জবাব মেগান দেননি। এমনকি মেগানের মা ডোরিয়া র‌্যাগল্যান্ড তার সঙ্গে কোনো যোগাযোগ করেননি।

'অসুস্থতাজনিত' কারণে চলতি বছরের মে মাসে হ্যারি-মেগানের বিয়ের আমন্ত্রণে যোগ দিতে পারেননি তিনি। আগামী বছর সন্তানের জন্ম দেবেন ডাচেস অব সাসেক্স মেগান। এখনো মেয়ের স্বামী হ্যারির সঙ্গে সাক্ষাৎ হয়নি টমাস মার্কেলের। তার আশঙ্কা, মেয়ের সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি হয়তো তার নাতি-নাতনিকেও দেখার সুযোগ পাবেন না।

এ বিষয়ে তিনি ব্রিটিশ রাণী এলিজাবেথের হস্তক্ষেপ কামনা করছেন বলেও জানান। তিনি বলেন, আমি কয়েক সপ্তাহ ধরে মেগানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। প্রতিদিন মেসেজ পাঠাই। কিন্তু কোনো উত্তর পাইনি। আমি তাকে চিঠি পাঠিয়েছি।

Bootstrap Image Preview