Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুলার গুদামে আগুন, ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

রাজকুমার সেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:১৩ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:১৩ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের কমলগঞ্জ তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। গুদামে প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিক।  

সোমবার  (১৭ ডিসেম্বর) দুপুর তিনটার সময় পৌরসভার ভানুগাছ বাজারের চৌমুহনী সংলগ্ন মাধবপুর বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের পাশে অবস্থিত শাহাজালাল আমব্রেলা কটন শপের গোডাউনে আগুন লাগার ঘটনাটি ঘটে। 

ফায়ার সার্ভিস ও দোকান মালিক শাহাজানের সঙ্গে কথা বলে জানা গেছে, কমলগঞ্জ পৌরসভার রামপাশা এলাকার ইব্রাহিম মিয়ার কাছ থেকে প্রায় ৭/৮ বছর আগে তুলা ও ফোমের জন্য ঘরটি ভাড়া নিয়ে গোডাউন করা হয়েছিলো। ভানুগাছ বাজারে শাহাজান মিয়ার শাহাজালাল আমব্রেলা কটন শপ নামের একটি দোকানসহ কারখানা রয়েছে। সোমবার বেলা তিনটার দিকে গোডাউনে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৫ লক্ষাধিক টাকার তুলা ও ফোম।

এ ব্যাপারে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাধকান্ত সিংহ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। 

 

Bootstrap Image Preview