Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আরো বড় ধাক্কা ভারতীয় শিবিরে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১০:৩৪ AM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:০৫ PM

bdmorning Image Preview


ভারতীয় শিবিরে জোর ধাক্কা৷ দ্বিতীয় টেস্ট থেকে দলে ফেরার কথা ছিলো। কিন্তু ইনজুরির জন্য ফেরা হয়নি। এবার অজি সফরের শেষ দুই টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেলেন কোহলির দলের তরুণ ওপেনার পৃথ্বী শ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন পৃথ্বী৷ গোড়ালিতে গুরুতর চোট পাওয়ায় প্রথম দুই টেস্টে দলে ছিলেন না তরুণ ক্রিকেটার৷ তবে তৃতীয় টেস্টে পৃথ্বী ফিরতে চলেছেন বলে প্রত্যাশা ছিল৷ যদিও জানা গিয়েছে সফর থেকেই ছিটকে গেলেন মুম্বইকর ব্যাটসম্যান৷

মেলবোর্ন নয় পারথ থেকে দেশের বিমান ধরতে হচ্ছে পৃথ্বীকে৷ উঠতি ক্রিকেটারের পরিবর্তে দলে এলেন মায়াঙ্ক আগারওয়াল৷ সেই সঙ্গে সিমিং অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন হার্দিক পান্ডিয়া৷ এশিয়া কাপের ম্যাচে বোলিং করার সময় পিঠে গুরুতর চোট পেয়েছিলেন হার্দিক৷ রিহ্যাবের পর পুরোপুরি ফিট থাকায় জাতীয় দলে ডাক পেলেন ভারতীয় অলরাউন্ডার৷

অজিভূমিতে ভারতীয় ওপেনাররা প্রতি ম্যাচেই যখন হতাশ করছেন সেখানে পৃথ্বীর প্রত্যাবর্তন নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল৷ অস্ট্রেলিয়ার মাটিতে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে পেসারদের বিরুদ্ধে দ্রুত রান করেছিলেন ভারতীয় ওপেনার৷ ঝুলিতে ছিল একটি অর্ধশতরান৷ ফলে মেলবোর্নে পৃথ্বী ফিরলে ভারতের ওপেনিং সমস্যা কাটতে চলেছে বলে মনে করা হলেও এখনই সেই কালো মেঘ সরছে না৷

সিডনিতে প্রস্তুতি ম্যাচে বাউন্ডারিতে ব্রিয়ান্তের ক্যাচ ধরতে গিয়ে বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান পৃথ্বী৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ স্ক্যান রিপোর্টে লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হওয়ার প্রমাণ মেলায় প্রথম টেস্ট থেকে ছিটকে যান৷ আশা ছিল পারথে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ম্যাচ ফিট হয়ে উঠবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক৷ এখনও যদিও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় পাকাপাকিভাবে রিহ্যাবের জন্য দেশে ফিরে আসতে হচ্ছে পৃথ্বীকে৷

অন্যদিকে পৃথ্বীর পরিবর্ত হিসেবে জাতীয় দলে ডাক পাওয়া মায়াঙ্ক ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল৷ তাই মনে করা হচ্ছে, ভারতীয় ব্যাটিংয়ের ওপেনিং দুর্দশা কাটাতে মায়াঙ্ককে পরীক্ষা করার পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট৷

Bootstrap Image Preview