Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় মাদকসেবনের দায়ে ২ জন আটক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:২৯ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:২৯ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই মাদকসেবীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গার পলাশপুর এলাকার একটি বাড়ি থেকে স্থানীয়রা তাদেরকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলো, মাটিরাঙ্গা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর বিএনপির সহ-সভাপতি মো: আবুল কালাম আযাদ ও মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সহ-সভাপতি মো: গিয়াসুদ্দিন সবুজ।

জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মাটিরাঙ্গার পলাশপুর এলাকার একটি বাড়িতে কয়েকজন মিলে মদ খাওয়ার সময় আশেপাশের লোকজন জানতে পারলে তাদেরকে হাতেনাতে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে মাটিরাঙ্গা থানায় নিয়ে আসে।

বিষয়ের সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো: জাকির হোসেন হোসেন জানান, আটক ব্যক্তিরা মদ খাওয়ার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Bootstrap Image Preview