Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২০১৯ এ বিয়ে করবেন ২০২০ এ বাবা হবেন সালমানঃ শাহরুখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০১:০৮ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০১:০৮ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


সালমানের স্ত্রী-সন্তান নিয়ে ভবিষৎবাণী করে সবাইকে চমকে দিয়েছেন সালমানের বন্ধু সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি একটি অনুষ্ঠানে সালমান খানকে সামনে রেখেই শাহরুখ বলেছেন ২০১৯ সালে সালমানের বিয়ে হবে আর ২০২০ এ বাবা হবেন সালমান।

বলিউড সুপারস্টার সালমান খানের প্রেম-বিয়ে নিয়ে চর্চা হচ্ছে অনেক দিন থেকেই। অনেকবার প্রেমে জড়িয়েছেন, কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি সেই প্রেম। বিয়ের গুঞ্জন উঠেছে বার বার কিন্তু শেষ পর্যন্ত ব্যচেলরই রয়ে গেছেন তিনি।

‘জিরো’ সিনেমার প্রমোশনে রোববার বিগ বস ১২-র মঞ্চে হাজির হন শাহরুখ খান। দুই খানের এই মেগা শো নিয়ে দর্শকদের উত্তেজনাও ছিল অন্যরকম। বিগ বসের মঞ্চে হাজির হয়ে একে অপরকে একাধিক প্রশ্ন করতে শুরু করেন শাহরুখ, সালমান। যার মধ্যেই উঠে আসে সালমানের বিয়ে এবং সন্তানের প্রসঙ্গ।

সালমান কবে বিয়ে করছেন এবং কবে সন্তানের বাবা হচ্ছেন বলে প্রশ্ন করেন শাহরুখ খান। উত্তরে সালমান বলেন,সন্তানের বাবা হতে গেলে এখন আর বিয়ে করার প্রয়োজন নেই। অর্থাৎ বিয়ে না করেও সন্তানের বাবা হওয়া যায় বলে স্পষ্ট জানিয়ে দেন সালমান।

তবে সালমানের এমন উত্তরে সন্তুষ্ট হতে পারেননি কিং খান। এরপর শাহরুখ বলেন, ২০১৯ সালে বিয়ে করছেন সালমান এবং বাবা হচ্ছেন ২০২০ সালে। বিয়ে নিয়ে সালমান খানের মুখে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা গেলেও বাবা হওয়ার কথা শুনে হেসে ফেলেন তিনি।

Bootstrap Image Preview