Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০২:১৭ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০২:১৭ PM

bdmorning Image Preview


ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে ভোট ১৪ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেয়ায় লেবার পার্টির নেতা করবিন এ প্রস্তাব আনেন।

তবে বিরোধী দলীয় নেতার অনাস্থা প্রস্তাবকে আমলে নিচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। খবর বিবিসির।

ব্রেক্সিট ইস্যুতে গত ১১ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্টে ভোট হওয়ার কথা ছিল। হেরে যাওয়ার আশংকায় থেরেসা মে তখন ভোট পিছিয়ে দেন।

কারণ ওই ভোটে হেরে গেলে তেরেসা মে’কে ফের ব্রেক্সিট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আলোচনায় বসতে হতো।

লেবার পার্টির নেতা করবিন গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টে বলেন, এই ভোট মধ্য জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এর ফলে থেরেসা মে ব্রিটেনকে সংকটের দিকে ঠেলে দিচ্ছেন।

Bootstrap Image Preview