Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নায়ক একই, বদলে গেছেন পরিচালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৪২ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৪২ PM

bdmorning Image Preview


‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি দীপংকর দীপনের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার। ছবিটি দারুণ ব্যবসাসফল পেয়েছিল এবং এরপর সিনেমাটির সিক্যুয়াল নির্মাণ করার ঘোষণা দেওয়া হয়। কারণ সিক্যুয়াল নির্মাণের ইঙ্গিতটি ছবির শেষ দৃশ্যেই ছিল। অবশেষে কথা রাখতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। ‘ঢাকা অ্যাটাক’-এর সানী সানোয়ারই ‘মিশন এক্সট্রিম’ নামের এই ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখছেন। এবারও থাকছে ক্রাইম, থ্রিল, সাসপেন্স ও অ্যাকশন এমনকি নায়ক হিসেবেও দেখা যাবে আরিফিন শুভকে, শুধু বদলে যাচ্ছেন পরিচালক।

দীপংকর দীপনের জায়গায় এবার পরিচালক হিসেবে দেখা যাবে ফয়সাল আহমেদকে। যিনি কিনা ‘ঢাকা অ্যাটাক’-এর প্রধান সহকারী ছিলেন। সানী বলেন, ‘গল্পে শুভকে পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস, পেশাদার ও সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে এবাবের কিস্তি। বাকি শিল্পী ও কলাকুশলী শিগগিরই নির্বাচন করা হবে। আশা করছি আগামী বছরের মার্চেই ছবিটির শুটিং শুরু করা হবে।’

 

Bootstrap Image Preview