Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে ভুয়া এমপি প্রার্থী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৯ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৪৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দুদু জোদ্দার নামের একজন ভুয়া প্রার্থীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানায় যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিভিন্ন দলের ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে ৮ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন। এরপর প্রার্থীরা দলীয় প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন। প্রচারণার শুরুর পর হঠাৎ করেই দুদু জোদ্দার (৪০) নামে এক স্বতন্ত্র প্রার্থীর আবির্ভাব ঘটে।

তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে হেলিকপ্টার প্রতীকে এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করে পোস্টারিং ও মাইকিং করে প্রচারণা চালাচ্ছিলেন।

সোমবার রাত ৮টার দিকে প্রচারণা চালানোর সময়ে পুলিশ ইজিবাইক ও মাইক আটক করে। পরে রাতে ভুয়া স্বতন্ত্র প্রার্থী দুদু জোদ্দারকে আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ভুয়া প্রার্থী দুদু জোদ্দার উলিপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের জোনাইডাঙ্গা গ্রামের ধনীয়া জোদ্দারের ছেলে।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ভুয়া প্রচারণার অভিযোগে মামলা হয়েছে এবং তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview