Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধানের শীষ পেলেও শামীম সাঈদীর পাশে নেই বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৬ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৬ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও নেছারাবাদ) আসনে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রার্থী জামায়াতের শামীম সাঈদী। তার নির্বাচনী মার্কা ধানের শীষ হলেও পাশে নেই জেলা বিএনপির নেতাকর্মীরা।

প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের প্রার্থী শ ম রেজাউল করিম দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিদিন সভা-সমাবেশ করছেন। নৌকার পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে সড়ক-হাটবাজার। প্রতিদিন মাইকিংয়ে ব্যস্ত থাকিছেন প্রচারকর্মীরা। সেখানে এখনো মাঠে দেখা মিলছে না শামীম সাঈদীকে। তার পক্ষে প্রচারে কোনো পোস্টার নেই। চলছে না মাইকিং।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী।

স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, পিরোজপুর-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী চেয়েছিল তারা। জেলা বিএনপি শামীম সাঈদীকে পিরোজপুর-২ আসন ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু জামায়াত পিরোজপুর-১ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় আসনটি ছেড়ে দেয় বিএনপির নেতৃত্বাধীন জোট। দলীয় প্রার্থী না পেয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। এ কারণে তার শামীম সাঈদীর পক্ষে মাঠে নামছেন না।

Bootstrap Image Preview