ছোট-বড় দুই পর্দাতেই বিয়ের ধুম পড়েছে। প্রতিদিন নতুন নতুন বিয়ের খবর পাওয়া যাচ্ছে। এবার শোনা গেলো লাক্স তারকা টয়ার বিয়ের খবর। আগামী বছরের মাঝামাঝিতে বিয়ের পর্ব সারবেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে টয়া বলেন, ‘পারিবারিকভাবে অনেক দিন ধরেই বলছে। আমিও প্রস্তুতি নিয়েছি। ইচ্ছা আছে আগামী বছরই কাজটা সেরে ফেলার।’
পাত্র সম্পর্কে তিনি বলেন, ‘যাঁর সঙ্গে সঙ্গে বিয়ে হবে, তিনি মিডিয়ার কেউ নন। সম্পর্কটা অনেক দিনের। বিয়েটা যেন পারিবারিকভাবেই হয়, তার জন্য দুজনই অপেক্ষা করছি।’
প্রসঙ্গত, গেলো ১২ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেছেন বর্তমান সময়ের তরুণ-তরুণীদের ক্রেজ ও বড় পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। তার পরদিনই শোনা যায় শবনম ফারিয়ার বিয়ের খবর। পাত্র হারুন অর রশিদ অপু। পেশায় একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে আগামী বছর ফেব্রুয়ারি মাসের ১ তারিখ তাদের বিয়ে হবে। তার আগে ২৬ জানুয়ারি হবে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিয়ের একদিন আগে হবে গায়ে হলুদ।