Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজার-৪: বৃষ্টির মধ্যেও থেমে নেই প্রার্থীদের প্রচারণা

রাজকুমার সেন, (কমলগঞ্জ) মৌলভীবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৩ PM

bdmorning Image Preview


বৃষ্টির মধ্যে থেমে নেই প্রার্থীদের প্রচারণা। চা বাগান এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে মৌলভীবাজার-৪ আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নির্বাচনী আসনটিতে আমেজের মতো প্রচারনায় মুখর উঠছে।

১৭ ডিসেম্বর থেকে শ্রীমঙ্গলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কিন্তু থেমে নেই প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। রাত থেকে ১৮ ডিসেম্বর অবদি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী কাক ডাকা ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও সেমিনার চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ভোর থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বিভিন্ন চা বাগান এলাকায় চা বাগানের ভোটারদের মধ্যে প্রচারণা করতে দেখা যায়। চা বাগানের শ্রমিকদের সাথে গণসংযোগ করেছেন তিনি। ছাতা মাথায় নিয়ে তিনি কয়েকটি চা বাগান এলাকাসহ উপজেলার বেশ কয়েকটি গ্রামে প্রচারণা করেছেন।

বিএনপি প্রার্থী মুজিবুর রহমান মুজিব দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলের ঘোষণা দেয়া ইশতিহার তুলে ধরে ভোটারদের ধারে কুশল বিনিময়সহ গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন। বৃষ্টির দিনেও থেমে নেই তাদের প্রচারণা।

দুই দলের নেতাকর্মীরা জানান, নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই উপজেলার প্রত্যেকটি এলাকায় এলাকায় গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা।

Bootstrap Image Preview