Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে মেছো বাঘের আতঙ্কে গ্রামবাসী

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৩ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৩ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ফেঞ্চুগঞ্জে লোকালয়ে মেছো বাঘ ঢুকে পড়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। প্রায় ১মাস ধরে গভীর রাতে উপজেলার নিজ ছত্তিশ ও মোগলপুর গ্রামে মেছো বাঘের আনাগোনা গ্রামবাসীর দৃষ্টিগোচর হয়। প্রতিনিয়ত বাঘের আক্রমণের ভয়ে আছেন গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনে ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজ ছত্তিশ ও মোগলপুর গ্রামে গভীর রাত ও দিন দুপুরে মেছো বাঘের দেখা পান একাধিক ব্যক্তি।

সর্বশেষ গত সোমবার (১৭ ডিসেম্বর) রাতে একটি মেছো বাঘ নিজ ছত্তিশ গ্রামের লোকালয়ে ঢুকে পড়ে। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় মেছো বাঘের পায়ের ছাপেরও দেখা মিলেছে বলে জানিয়েছে কয়েকজন।

এ ব্যপারে ফেঞ্চুগঞ্জ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নুল বলেন, ওই এলাকার লোকজন এখন সতর্কভাবে চলাফেরা করা দরকার।

তিনি আরও বলেন, শ্রীমঙ্গল বন বিভাগের সঙ্গে আলাপ করে মেছোবাঘটিকে আটকের চেষ্টা করা হচ্ছে।

Bootstrap Image Preview