নারায়ণগঞ্জের ফতুল্লার হকবাজার এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
জানা গেছে, ভোরে বাড়ির গৃহকর্ত্রী রান্না ঘরে যাওয়ার আগে থেকেই চুলা লিকেজ হয়ে সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। এসময় গৃহকর্ত্রী চুলা জ্বালাতেই পুরো ঘরে আগুন ধরে যায়। এতে ওই বাড়ির সবাই দগ্ধ হন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন শ্রীনাথ চন্দ্র বর্মণ (৩৫), তার স্ত্রী মতি অর্চনা (৩২) তাদের সন্তান অনামিকা, ছেলে অর্পিত। এছাড়া দগ্ধ বর্মণের মা ছায়া রানী (৬০) তার মেয়ে সুমিত্রা, ছেলে প্রমিত (১৪), তার ছোট ভাই শাওন (১০), দগ্ধ বর্মণের বোন জামাই নারায়ণ চন্দ্র।
দগ্ধ শ্রীনাথ চন্দ্র বর্মণ জানান, ভোর ৫টায় ঘুম থেকে উঠে আলো জ্বালাতেই তিনি রুমের মধ্যে আগুন দেখতে পান। এতে তিনিসহ ঘুমন্ত বাকিরা আগুনে দগ্ধ হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন,দগ্ধ অবস্থায় আজ সকালে নয়জনকে হাসপাতালে আনা হয়। চারজনের অবস্থা গুরুতর। অন্যদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়।