Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর কথা ভাবছে ইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫৪ AM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১১:৫৪ AM

bdmorning Image Preview


নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ভোটের দিন বিকাল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কিছুটা কমানোর বিষয়ে ভাবছে কমিশন।

আজ বুধবার নির্বাচন কমিশনের ইটিআই ভবনে সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) প্রশিক্ষণে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কিছুটা কম রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের ফল পাঠানোর সময় গতি স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল। তারা আমাদের বলেছেন-ভোটের দিন ইন্টারনেটের গতি কমিয়ে দিতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ইসি সচিব বলেন, আপনারা ভোটের রেজাল্ট পাঠাবেন ৫টার পর থেকে। তাই যদি ৫টার পর থেকে ইন্টারনেটের গতি স্বাভাবিক থাকে তা হলে কোনো সমস্যা নেই।

Bootstrap Image Preview