Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মারা গেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী তুলসী গিরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:২৫ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:২৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নেপালের সাবেক প্রধানমন্ত্রী তুলসী গিরি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তুলসী’র পারিবারিক সূত্র জানিয়েছে, প্রবীণ এই রাজনীতিবিদ কাঠমান্ডুর বুধানিকান্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

অলি টুইটারে এক শোক বার্তায় বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী গিরির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

গিরি ১৯৬০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত নেপালের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

 

Bootstrap Image Preview