সুনীল গাভাস্কার তোপের মুখে বিরাট কোহলি ও রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশ নির্বাচন নিয়ে সমালোচনায় মুখর গাভাস্কার। ভুবনেশ্বর কুমারকে না খেলিয়ে কেন উমেশ যাদবকে খেলানো হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, সিরিজের বাকি দুটি টেস্ট জিততে না পারলে শাস্ত্রী ও কোহলির ভুমিকা অবশ্যই মূল্যায়ন করতে হবে বলে মনে করছেন গাভাস্কার।
তিনি বলেছেন, 'দক্ষিণ আফ্রিকা সফর থেকেই দেখে আসছি প্রথম একাদশ নির্বাচন নিয়ে ভুল হচ্ছে। দলকে এর মূল্য দিতে হচ্ছে। যদি সঠিকভাবে প্রথম একাদশ নির্বাচন করা হত, তাহলে বেশ কয়েকটা ম্যাচ জিততে পারতাম যেগুলো আমরা হেরেছি।'
পার্থ টেস্টে হারের পর সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে কোহলি বলেন, সাম্প্রতিককালে ভুবনেশ্বর চারদিনের ক্রিকেট খেলেননি বলেই তাঁকে প্রথম একাদশে নেওয়া হয়নি।
গাভাস্কার বলেছেন, 'কোহলি বলেছে ভুবনেশ্বর বেশি চারদিনের ম্যাচ খেলেনি, তাই উমেশকে সুযোগ দেওয়া হয়েছিল। তা হলে কেন তাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হয়েছে? ভুবনেশ্বর কোথায় খেলবে? ওর তো কোথাও খেলার জায়গা ছিল না।' বিদেশ সফরে বেশি প্র্যাকটিস ম্যাচ না খেলার বিষয়টিও তুলে ধরেছেন গাভাস্কার।
গাভাস্কারের মতে, টোয়েন্টি ২০ সিরিজের পর যে অনেকটা সময় পেয়েছিল, তার মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ছিল কোহলিদের। তিনি বলেন, 'যদি কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলা যেত, বিজয়, লোকেশ, ভুবনেশ্বররা নিজেদের তৈরি করে নিতে পারত।' দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড সফরে বেশ কয়েকটা ম্যাচে জয়ের কাছাকাছি এসেও হারতে হয়েছে। গাভাস্কার মনে করছেন, যদি সঠিকভাবে পরিকল্পনা করা হত, তা হলে ওই ম্যাচগুলোতে অন্যরকম রেজাল্ট হত। তাঁর কথায়, 'ওই দুটি সফরে সঠিক পরিকল্পনা ছিল না।
যদি সঠিক পরিকল্পনা থাকত, অন্যরকম ফল হত। এক বছর ধরে যে পরিকল্পনা করা হয়েছে, ভারতীয় ক্রিকেটকে কোনও সাহায্য করেনি।' মেলবোর্নে বিজয়ের সঙ্গে মায়াঙ্ক আগরওয়ালকে ওপেনিংয়ে দেখতে চান গাভাস্কার। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক অবশ্য মেলবোর্নের বাইশ গজ কেমন হয়, তার জন্য অপেক্ষা করার কথা বলেছেন। তাঁর কথায়, 'মেলবোর্নের উইকেট পার্থের মতো হবে না।
অনেকটা ফ্ল্যাট। দলে কোনও পরিবর্তন হবে কি না, কোহলি মেলবোর্নে উইকেট দেখা পর্যন্ত অপেক্ষা করতে চায়।' মেলবোর্ন টেস্টে তিন জোরে বোলারের সঙ্গে অশ্বিনকে ফেরানোর পরামর্শ দিয়েছেন গাভাস্কার। হনুমা বিহারি যেরকম পারফরমেন্স করেছেন, তাতে রোহিত শর্মার প্রথম একাদশে কোনও জায়গা নেই বলে মনে করছেন তিনি। ক্লার্ক আবার রোহিতকে ফেরানোর পক্ষপাতী, সঙ্গে অশ্বিনকেও।
এদিকে, পার্থ টেস্টে নাথান লায়নের বোলিং দেখে মুগ্ধ শচীন টেন্ডুলকার। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অসি স্পিনারকে। বলেছেন, 'অস্ট্রেলিয়া লায়নের মতো একজন অসাধারণ স্পিনারকে পেয়েছে। বোলিংয়ে দারুণ বৈচিত্র্য রয়েছে।
উইকেটের গতি ও বাউন্স খুব ভালভাবে কাজে লাগিয়েছে।' শচীনের প্রশংসা পেয়ে খুশি লায়নও। তবে আরও উন্নতি করতে হবে বলে মনে করছেন। পার্থ টেস্টে ঘুরে দাঁড়ানোর জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন শচীন।