অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে টেস্টে হারে জ্বালা এখানো ভুলতে পারেনি ভারত। এর সঙ্গে যুক্ত রয়েছে অধিনায়ক কোহলি ও পেইনের বাকবিতন্ডা। এসব বিষয় সেশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়িয়েছে। এবার পার্থ টেস্টে আরো একটি বাকবিতন্ডা উত্তাপ ছড়াচ্ছে সেশ্যাল মিডিয়াম। সেটি হলো ভারতীয় দলের দুই ক্রিকেটার ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজার মধ্যে তর্কাতর্কির বিষয়টি।
পার্থে টেস্টের চতুর্থ দিন রবীন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মার মধ্যে ঝগড়া ভারতের ড্রেসিংরুমের ছবি তুলে ধরল৷ মাঠের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা যায় তাদের। ইন্টারনেটে ছড়ানো ভিডিও ছবিতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে দাঁড়িয়ে রীতিমতো আঙুল তুলে তর্কাতর্কি করছেন ইশান্ত ও জাডেজা।
যখনকার ঘটনা সেই সময় ভারতীয় পেসার মোহাম্মদ সামির বল অস্ট্রেলীয় ব্যাটসম্যান ন্যাথান লায়নের হেলমেটে লাগার পর সাময়িকভাবে বন্ধ ছিল খেলা। এসময় হঠাত্ই ইশান্ত ও পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নামা রবীন্দ্র জাডেজার তর্কাতর্কি শুরু হয়ে যায়। তখন সবাই লায়নকে নিয়েই ব্যস্ত। ইশান্ত ও জাডেজার ঘটনাটি নজরেই আসেনি কারোর। ফক্স টেলিভিশনের ফুটেজে পরে দেখা যায়, নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়ানো ইশান্ত ও জাডেজার উত্তপ্ত বাক্য বিনিময়।
কী কথা হচ্ছে দুজনের মধ্যে স্টাম্প মাইক্রোফোনে তা’ও ধরা পড়ে। শোনা যায়, জাডেজার দিকে তাকিয়ে ইশান্ত রীতিমতো চিত্কার করে বলছেন,”আমার দিকে হাত তুলে কিছু বলো না। যদি কিছু চাওয়ার থাকে কাছে এসে বলো। “ যার প্রত্যুত্তরে ভারতীয় অল-রাউন্ডারকে বলতে শোনা যায়, “এত কথা বলার কী আছে তোমার ?"
এরপরও রণে ভঙ্গ দেননি ইশান্ত। ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ জোরে বোলারকে বলতে শোনা যায়, “আমার দিকে হাত তুলে কোনও কথা বলবে না। মনের মধ্যে পুষে রাখা রাগ আমার ওপর ফলাতে যেও না। “ এরপর ইশান্ত একটি অশ্লীল শব্দ প্রয়োগ করেন। ক্ষুব্ধ জাদেজা মুখ ঘুরিয়ে চলে যান। দুই সতীর্থকে শান্ত করতে মধ্যস্থতাকারীর ভূমিকায় নামতে হয় লোকেশ রাহুল ও মোহম্মদ শামিকে।
পার্থে টেস্টে ভারত হেরে যাওয়ার পরপরই দিনের আলোয় চলে এসেছে এই ভিডিও! অস্ট্রেলীয় ক্রিকেট মহলেও ঘটনাটি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, "ওরা কী বলছিল বুঝতে পারিনি। তবে, রীতিমতো উত্তেজিত হয়েই যে দু'জনের বাক্যালাপ হচ্ছিল এটা কারোরই বুঝতে কোনও অসুবিধা হয়নি। বারদুয়েক তো ওদের আলাদা করে দিতে হয়। দু'জনেই দু'জনের দিকে উত্তেজিতভাবে আঙুল তুলছিল। ঝামেলা থামাতে শামিকে পর্যন্ত আসরে নামতে হয়।“
ইশান্ত ও জাডেজা এর আগেও বেশ কিছু ক্ষেত্রে মাঠের মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। মাথা গরম করার ব্যাপারে বেশ কু-খ্যাতি রয়েছে তাদের। তবে, অজিদের দেশে গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে গিয়ে যেভাবে ভারতীয় ক্রিকেটকে অস্বস্তিতে ফেলে দিলেন দু'জনে তা মোটেই কোহালিদের পক্ষে ভাল বিজ্ঞাপন হয়ে রইল না।